শীঘ্রই ‘মাদরাসাতুস সুন্নাহ’-এর প্রধান শাখায় (সাতারকুল, বাড্ডা, ঢাকা) ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে, ইন-শা-আল্লাহ।
আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্লে, নার্সারি, কেজি শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। আর প্রথম থেকে তদূর্ধ্ব শ্রেণিতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি নেওয়া হবে।
আপনার সন্তানকে মাদরাসাতুস সুন্নাহতে ভর্তি করাতে আগ্রহী হলে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে ওয়েবসাইট থেকে অনলাইনে ভর্তির আবেদন করুন এবং আবেদনের প্রিন্টেড কপি ভর্তি পরীক্ষার দিন সাথে নিয়ে আসুন।
আবেদন শুরু: ১লা নভেম্বর, ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২৫
প্লে-কেজির ভর্তি মূল্যায়ন: ১৫–২০ নভেম্বর, ২৫
প্রথম থেকে তদূর্ধ্ব: ১৬ নভেম্বর–৬ ডিসেম্বর, ২৫
যোগাযোগের নম্বর: 09639151525 (অফিস)
(ফোন করার সময়: সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার অফিস বন্ধ।)
ঠিকানা:
মাদরাসাতুস সুন্নাহ
সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা-১২১২ [ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এর পেছনে অবস্থিত।]