মাদরাসাতুস সুন্নাহ এ বছর প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইনভিত্তিক ভর্তি প্রক্রিয়া চালু করেছে। অনেক অভিভাবক আবেদন জমা দিতে অসুবিধার কথা জানিয়েছেন এবং সময়সীমা বৃদ্ধির অনুরোধ করেছেন।
সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে ভর্তি আবেদনের সময়সীমা আরও ৫ দিন বৃদ্ধি করা হলো। অনুগ্রহ করে সংশোধিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করুন এবং মূল্যায়নের দিনে আবেদনপত্রের প্রিন্ট কপি অবশ্যই সঙ্গে আনবেন।
ইন-শা-আল্লাহ, খুব শীঘ্রই মূল্যায়ন কার্যক্রম শুরু করা হবে। SMS-এর মাধ্যমে মূল্যায়নের দিন-তারিখ জানিয়ে দেওয়া হবে, এবং সকল আবেদনকারীকে পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর, ২০২৫
ভর্তির আবেদন লিংক: https://shorturl.at/DQT8F
যোগাযোগ: +880 9639 151525 (অফিস)
(রবি থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।)
ঠিকানা: সানভ্যালী আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা-১২১২ [ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এর পেছনে অবস্থিত]